Wellcome to National Portal

Welcome to the web portal of Upazila Statistical Office, Dighalia, Khulna

Main Comtent Skiped

According to the Population and Housing Census -2022, the total population of Dighalia upazila is 167013, male-83653, female-83360, and the total literacy rate (7+) is 81.68.


কী সেবা কীভাবে পাবেন
 

ক্রমিক

নং

           সেবা

         

       সেবা প্রদান/প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

     নাগরিক পর্যায়

      সরকারী পর্যায়

০১

জনসংখ্যা বিষয়ক পরিসংখ্যান প্রদান(জেলা, উপজেলা,ইউনিয়ন,মৌজা ও গ্রাম ভিত্তিক)

বেসরকারী সংস্থা,উন্নয়ন সহযোগী,দাতাসংস্থা, নীতিনির্ধারক,

পরিকল্পনাবিদ,শিক্ষক-শিক্ষাথী দশ বছর পর পর শুমারি হওয়ায় বছর ভিত্তিক তথ্য দেওয়া সম্ভব হয়না। তবে প্রয়োজন অনুসারে জন্মহারকে প্রজেক্টড করে জনসংখ্যা বিষয়ক পরিসংখ্যান প্রদান করা হয়।

গ্রাহক/সেবাগ্রহণকারীকে প্রকাশিত তথ্য সরবরাহ করা হয়ে থাকে। দশ বছর পর পর আদমশুমারি ও গৃহগণনার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় এবং তথ্য প্রকাশ করা হয়।ফলে তথ্য ব্যবহারকারী প্রতিষ্ঠানের ইছানুসারে তথ্য প্রদান করা সম্ভব হয় না।

০২

ভোক্তা দৈনন্দিন জীবনযাত্রার ব্যবহৃত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য অন্তর্ভুক্ত করে মাসভিত্তিক ভোক্তা মূল্য সূচক(CPI)নিরুপণ

        _

জেলা পরিসংখ্যান অফিস না থাকায় সদর উপজেলা হতে প্রতি মাসে ভোগ্য পণ্যের মূল্য মজুরী তথ্য সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত তথ্য সদর দপ্তরে প্রেরণ এবং সদর দপ্তরে তথ্য প্রক্রিয়া করে তথ্য প্রকাশ করতে প্রয়োজনের তুলনায় কিছুটা বেশি সময় লাগে। ফলে তথ্য ব্যবহারকারীর উপযোগিতা কমে যায়।

০৩

আদমশুমারি ও গৃহগণনা

        -

       -

০৪

কৃষি শুমারি

        -

       -

০৫

অর্থনৈতিক শুমারি

        -

       -

০৬

ইউনিয়ন ওয়ারী ক্লাষ্টার হতে বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমান ও ভূমির ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত

        -

জনবল কম এবং লজিস্টিক সাপোর্ট না থাকায় সঠিক সময় তথ্য সংগ্রহ করা সম্ভব হয়না।

০৭

প্রধান-অপ্রধান ফসলের প্রাক্কলন করা

        -

জনবল কম এবং লজিস্টিক সাপোর্ট না থাকায় সঠিক সময় তথ্য সংগ্রহ করা সম্ভব হয়না।

০৮

প্রধান ফসলের পূর্বাভাস জরিপ

        -

জনবল কম এবং লজিস্টিক সাপোট না থাকায় সঠিক সময় তথ্য সংগ্রহ করা সম্ভব হয়না।

০৯

ক্লাষ্টার হালনাগাদকরন ও সম্প্রসারণ এবং উৎপাদন খরচ জরিপ

        -

জনবল কম এবং লজিস্টিক সাপোট না থাকায় সঠিক সময় তথ্য সংগ্রহ করা সম্ভব হয়না।

১০

বিভিন্ন ফসলের ক্ষয়-ক্ষতি নিরুপন

        -

          -

১১

প্রতি মাসে কৃষি মূল্য মজুরী তথ্য সংগ্রহকরণ

        -

          -

১২

মাছ উৎপাদন জরিপ

        -

          -

১৩

গবাদি পশু ও হাস-মুরগী জরিপ

        -

          -

১৪

বন জরিপ

        -

          -  

১৫

কুটির শিল্প জরিপ

        -

          -

১৬

সেম্পল ভাইটাল রেজিস্টেশন সিস্টেম

        -

সেম্পল সাইজ কম হওয়ায় উপজেলা পর্যায়ে তথ্য উপস্থাপন করা সম্ভব হয় না।

১৭

হাউজ হোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে

        -

প্রতি ৫ বছর পর পর অনুষ্ঠিত হয় বলে তথ্য ব্যবহারকারীকে বছরভিত্তিক খানার আয়-ব্যয় সম্পকিত তথ্য দেওয়া সম্ভব হয় না।

১৮

মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে

        -

প্রতি ৩ বছর পর পর অনুষ্ঠিত হয় বলে তথ্য ব্যবহারকারীকে বছরভিত্তিক মা ও শিশু সম্পর্কিত তথ্য দেওয়া সম্ভব হয় না।

১৯

বিভিন্ন শুমারি ও সার্ভে কাজে নিয়োগকৃত গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদান

        -

          -

২০

বিভিন্ন সার্ভে করা হয়

        -

অনিয়মিতভাবে

২১

স্থানীয় সরকারের আয় ব্যয়(বাজেট) সংগ্রহ

        -

জনবল কম